মেস ভাড়া মওকুফের দাবিতে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন

মেস ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুমিল্লা শহরের টাউনহল সংলগ্ন এলাকায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

cou human chain
মানববন্ধনের অন্যতম আয়োজক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী আবুল হাসান বলেন, ‘বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের বাসা-বাড়িতে অবস্থান করতে হচ্ছে। শিক্ষার্থীদের টিউশনসহ অন্যান্য আয়-রোজগারের পথও বন্ধ। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মেস ভাড়া বহন করা কষ্টকর হয়ে পড়ছে। তাই আমরা এ মানববন্ধনের আয়োজন করেছি।’
জানা যায় মেস ভাড়া মওকুফের জন্য জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দেবেন শিক্ষার্থীরা। তারপরও এ সমস্যার সমাধান না হলে আবারও আন্দোলনের ডাক দেবেন তারা। উল্লেখ্য, মে মাসের শুরু থেকেই মেস ভাড়া কমানোর দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা। উদ্ভুত পরিস্থিতিতে গত ২৪ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মেস ভাড়া নিয়ে বিদ্যমান সমস্যার সমাধানে একটি কমিটি গঠন করে দেয়। কিন্তুএখনও পর্যন্ত কোনও সমাধান আসেনি।