সপরিবারে করোনায় আক্রান্ত রাবি মেডিক্যালের প্রধান চিকিৎসক

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মেডিক্যাল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান শেখ ও তার পরিবারের ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা রিপোর্টে তাদের ফল পজেটিভ আসে।  ডা. তবিবুর রহমান শেখ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার স্ত্রী রেকসোনা খাতুন, দুই মেয়ে ডা. নওশীন রহমান নিঝুম ও নীকিতা রহমান, তার ছোট ভাইয়ের বউ, তাদের গাড়ির ড্রাইভার এবং গৃহপরিচিকা করোনা আক্রান্ত হয়েছেন। সকলেই বাড়িতে বিশ্রামে আছেন।

তিনি বলেন, আমি-আমার স্ত্রী, দুই মেয়ে ও মেয়ের জামাই সবাই ডাক্তার। সবাই নিয়মিত চিকিৎসাসেবা দিচ্ছিলাম।