সিআইইউ ক্যাম্পাসে চলছে ‘ভার্চুয়াল ওপেন ডে’

করোনাকে জয় করে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে চলছে অটাম ২০২০ সেমিস্টারের ভার্চুয়াল ওপেন ডে। ৩১ আগস্ট থেকে অনলাইনে শুরু হয়েছে চার দিনব্যাপী এই ভার্চুয়াল ওপেন ডে। চলবে আগামীকাল ৩ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে চলছে ভর্তি কার্যক্রম।

CIU PHOTO
অনলাইন ছাড়াও সরাসরি ক্যাম্পাসে এসে ফর্ম সংগ্রহ করে ভর্তি হচ্ছেন অনেক শিক্ষার্থী। বর্তমানে সিআইইউতে বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ও স্কুল অব ল’  প্রোগ্রামের অধীনে রয়েছে একাধিক সাবজেক্ট। রয়েছে ২০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ।
উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, ‘অন্যসময় আমার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আনাগোনায় মুখর হয়ে ওঠে। তবে আমি ভীষণ আশাবাদী অটাম সেমিস্টারের ভর্তির মধ্য দিয়ে চট্টগ্রামের উচ্চশিক্ষায় প্রাণ ফিরবে।’
ভার্চুয়াল ওপেন ডে’র আহ্বায়ক অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার বলেন, ‘এবারের আয়োজনের গুরুত্বটা শিক্ষার্থীদের কাছে একটু অন্যরকম। সব বাধা প্রতিকূলতাকে পেছনে ফেলে তারা স্বপ্ন পূরণের পথ ধরে হাঁটতে চান সামনে- এমনটাই দেখেছি চোখে-মুখে।’
ওপেন ডে আয়োজনের সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা শিক্ষার্থীদের মনোবলই তাদেরকে ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাচ্ছে বলে মন্তব্য করেন।