ধর্ষণের দায়ে অভিযুক্তদের বিচার দাবি চবি ছাত্রদলের

সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ও খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন আদিবাসী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল। উভয় ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। 

received_2698941480352875

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিনের নেতৃত্বে  মিছিলটি মুরদাপুর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ষোলশহর রেল স্টেশন সংলগ্ন সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, ‘সিলেটে এমসি কলেজে ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও খাগড়াছড়িতে আদিবাসী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি স্বরূপ ফাঁসি দিতে হবে।’

এতে চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত খাঁনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. জসিম উদ্দিনসহ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সুমন, চবি ছাত্রদল নেতা আনিসুর রাহান, সালামত উল্লাহ, আরিফুর রহমান প্রমুখ।