কোভিড পরবর্তী লাইব্রেরি সেবা নিয়ে ইউল্যাবের আন্তর্জাতিক ওয়েবিনার

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর লাইব্রেরি একটি আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করে। অংশগ্রহণমূলক এ ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপান অ্যাডভান্সড ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (জেএআইএসটি) গবেষক ড. মো. মোখলেসুর  রহমান। 

ULAB LIbrary

স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাবের মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের অধ্যাপক ও ইউল্যাব লাইব্রেরি অ্যাফেয়ার্সের উপদেষ্টা ড. সুমন রহমান। বাংলাদেশ, ভারত, জাপান ও অষ্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন লাইব্রেরি  প্রফেশনাল  এতে  অংশগ্রহণ  করেন।

 ইউল্যাব লাইব্রেরির জয়েন্ট লাইব্রেরিয়ান কে. এম. হাসান ইমাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।