ইউল্যাবের সম্পদ নষ্টের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

129173157_409819103495145_8105456127808299191_nইউনিভার্সিটি অব লিবারেল অর্টস বাংলাদেশ-ইউল্যাব –এর সম্পদ নষ্ট করার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রবিবার (দুপুরে) মোহাম্মদপুরের প্রধান ক্যাম্পাসের সামনে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থী।

মানববন্ধন কর্মেসূচি চলাকালে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের সম্পদ। বহিরাগতদের ঢুকতে দেওয়া হবে না। মাত্র কয়েকজন শিক্ষার্থী ৪ হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করতে পারে না।  দেয়ালে ও কাঁচে রঙ দিয়ে, ভাঙচৃর করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে সহিংসতা চাই না।

‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই’ উল্লেখ করে মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, ‘কোনও রাজনৈতিক দলকে প্রশ্রয় দেওয়া হবে না। রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই, ইউল্যাবে সহিংসতা চাই না।’

130025593_409819246828464_4039030674912193774_nমানববন্ধন ইউল্যাবের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অসীম খন্দকার ও দ্বিতীয় বর্ষের আলিফসহ অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। মানবন্ধন কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা দেওয়ালসহ বিভিন্ন জায়গায় লাগানো রঙ মুছে পরিষ্কার করেন।

শিক্ষার্থীরা জানান, বহিরাগতসহ ইউল্যাব থেকে আগে বহিস্কার হওয়া দুইজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিভিন্ন অংশে রং দিয়ে নষ্ট করে। এছাড়া সিকিউরিটি রুম ভাংচুর করে তারা।