ইউল্যাবে সিএসই ফেস্ট অনুষ্ঠিত

‘উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে হলে বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রির মাঝে সম্পর্ক গড়ে তুলতে হবে এবং দেশকে প্রবর্তন, মেধা, উদ্ভাবন, ও গবেষণার মাধ্যমে সাহায্য করতে হবে’ সিএসই বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউজিসি সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন এ কথা বলেন। ২৩ জানুয়ারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত ‘সিএসই ফেস্ট’ এ তিনি এসব কথা বলেন। 

ইঞ্জিনিয়ারিং পেশার স্বনামধন্য ব্যক্তি ও উদ্যোক্তাদের সাথে শিক্ষার্থীদের যোগাযোগ স্থাপন ও মত বিনিময় এবং তাদেরকে অনুপ্ররণা দেয়ার লক্ষ্যেই এই সিএসই ফেস্টের আয়োজর করা হয়। 

শিক্ষার্থীরা যে মেধাবী ও আগামীদিনের সম্ভাবনা তা মনে করিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী অধ্যাপক কায়কোবাদ বলেন, ‘নিজেদেরকে সম্মান করতে হবে ও আত্মবিশ্বাস রাখতে হবে। তাহলেই প্রতি বছর আমাদের যুবসমাজ কর্মসংস্থানের মাধ্যমে দেশের উন্নতি হতে পারবে।’

ইউল্যাবের সিএসই বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আক্তার হোসেনের স্বাগত বক্তব্যের পর আরও বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক ও উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মুর্তজা। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক ইঞ্জিনিয়ার এনামুল কবির, সিটিও ফোরাম বাংলাদেশের ফাউন্ডার প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার তপন কান্তি সরকার, মুক্ত সফটওয়্যার লিমিটেডের ফাউন্ডার ও সিইও মাহমুদুর রহমান ও প্রিজম ইমার্সিভ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রেজওয়ান ইসলাম।