১০ লাখ টাকা ব্যয়ে আধুনিক ওয়েবসাইট তৈরি করবে কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ওয়েবসাইটের বেহাল দশা কাটাতে ‘১০ লাখ টাকা’ ব্যয়ে আধুনিক ওয়েবসাইট করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের জানিয়েছেন তথ্যের স্বল্পতা, একাডেমিক নিয়মিত তথ্য ও কুবির অধিকতর উন্নয়নের জন্য ১৬৫৫ কোটি ৫০ লক্ষ টাকার মেগা প্রকল্পের মাস্টার প্ল্যানের নকশা এবং সে সম্পর্কিত পর্যাপ্ত তথ্যেরও ঘাটতি পূরণে এই ওয়েবসাইট তৈরি করা হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিম্নমানের ওয়েবসাইট নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিনের। এর আগেও শিক্ষার্থীদের মাঝে ওয়েবসাইট নিয়ে ব্যাপক সমালোচনা হলেও উন্নত করা হয়নি ওয়েবসাইটটি।

ওয়েবসাইটে তথ্যের অপর্যাপ্ততা ও সীমাবদ্ধতা নিয়ে আইটি সেলের সহকারী ডাটাবেজ প্রোগ্রামার মাসুদুল হাসান বলেন, ‘আমরা যুগোপযোগী একটি ওয়েবসাইট বানানোর প্রক্রিয়া শুরু করেছি। অলরেডি কয়েকটা সফটওয়্যার ফার্মকে চিঠি পাঠানো হয়েছে, তাদের সাথে বাজেট নিয়ে আলোচনা চলছে। অতি অল্প সময়ের মধ্যে আমরা নতুন ওয়েবসাইটটি সবার কাছে পৌঁছে দিতে পারবো বলে আশা করছি।’

এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘আমরা নতুন ওয়েবসাইটের জন্য রশিদুল ইসলাম শেখ স্যারকে (লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক) প্রধান করে একটা কমিটি গঠন করেছি। এই কমিটি সফটওয়্যার ফার্মগুলোর সাথে আলোচনা করে একটি ডায়নামিক ওয়েবসাইট শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেবে।'

লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রশিদুল ইসলাম শেখ বলেন, ‘এক আধুনিক কন্টেন্ট রেডি করে দেশের স্বনামধন্য ১০টি কোম্পানিকে আমরা চিঠি দিয়েছি। কোম্পানিগুলো বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সামনে এটা প্রদর্শন করবে, সেখান থেকে ৩টি বাছাই করবো। তারপর সেই ৩টির মাঝে সবচেয়ে ভালো যেটা হবে সেটাই আমরা সিলেক্ট করে তাদেরকে কাজ দেব। ফেব্রুয়ারির ১৫ তারিখ পর্যন্ত এর সময় নির্ধারণ করা হয়েছে।'