রাবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের স্টিয়ারিং কমিটির নির্বাচনে চলছে ভোটগ্রহণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বিশ্ববিদ্যালয়েল জুবেরী ভবনে বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে দুপুর ২ টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শিক্ষকরা দুই প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচন করছেন। একজন আহ্বায়ক ও ২০টি সদস্য পদের বিপরীতে এ ভোটগ্রহণ চলছে। প্রগতিশীল শিক্ষক সমাজের ৬৮৮ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দুই বছরের জন্য নেতৃত্ব বেছে নেবেন।

আহ্বায়ক পদে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান সমর্থিত প্যানেল থেকে প্রাণরসায়ণ বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান অন্যদিকে সাবেক উপাচার্য অধ্যাপক মিজানউদ্দীন সমর্থিত প্যানেল থেকে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান-উল-ইসলাম নির্বাচন করছেন।

জয়ের বিষয়ে দুই প্যানেলের সদস্যরাই আশা প্রকাশ করেছেন। উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান সমর্থিত প্যানেলের আহ্বায়ক প্রার্থী অধ্যাপক হাবিবুর রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ চলছে। জয়ের বিষয়ে আমরা আশাবাদী।

রাবিঅপর আহ্বায়ক প্রার্থী অধ্যাপক সুলতান-উল ইসলাম টিপু বলেন, উৎসবমুখর পরিবেশ নির্বাচন চলছে। এভাবে শেষ পর্যন্ত নির্বাচন চললে আমরা পূর্ণ প্যানেলে জয় পাবো বলে আশা করছি।

সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এম মজিবুর রহমান বলেন, ‘সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুপুরে ২ টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। আশা করছি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।

প্রসঙ্গত, আওয়ামীপন্থী শিক্ষকদের স্টিয়ারিং কমিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন থেকে শুরু করে শিক্ষক নিয়োগেও প্রভাব রাখে। বিশ্ববিদ্যালয় পরিচালনায় উপাচার্য ও উপ-উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদের স্টিয়ারিং কমিটির সমর্থন খুবই গুরুত্বপূর্ণ।