বিশ্ববিদ্যালয় সচলের রোডম্যাপ প্রকাশ করেছে জাবি ছাত্র ইউনিয়ন

বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার রোডম্যাপ উপস্থাপন  করেছে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ।

সোমবার (১ মার্চ) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের  সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ রোডম্যাপটি উপস্থাপন করেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল রনি। 

রোডম্যাপে করোনাভাইরাস মহামারিতে বিশ্ববিদ্যালয়ের সকলের টিকা নিশ্চিত করা, যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের আধুনিকায়ন করা, ক্যাম্পাসে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা, পরিবেশসম্মত উপায়ে খাবার সরবরাহ করার বিধি আরোপ করা, হলে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা, ওয়াশরুমে হ্যান্ডওয়াশ ও টিস্যুর ব্যবস্থা করা, গবেষণায় পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করা, সঠিক উপায়ে পাঠদান নিশ্চিত করা,  বিশ্ববিদ্যালয় খোলার পর চূূড়ান্ত পরীক্ষার বেতন ফি মওকুফ করার দাবিসহ মোট ২৩টি দাবি তুুুলে ধরা হয়।
 
এছাড়া বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রকে একটি ছোট হাসপাতাল ও পুরো বিশ্ববিদ্যালয়ের অটোমেশন মাইন্ডম্যাপ দেখানো হয় রোডম্যাপটিতে।
 
সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের ভারপ্রাপ্ত সভাপতি তুষার ধর বলেন, 'ছাত্র ইউনিয়ন জাবি সংসদ মনে করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমজীবী মানুষকে টিকাদানের ক্ষেত্রে সাতদিনের বেশি সময় লাগবে না। আমরা আশা করবো শিক্ষার্থীদের সংকট বিবেচনায় নিয়ে ক্যাম্পাস সচল করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগী হবে।'
 
এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক তাসবিবুল গনি নিলয়, দফতর সম্পাদক আতাউল হক চৌধুরী আফ্রিদি, সাংস্কৃতিক সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি, কার্যকরি সদস্য নুসরাত তুবা ও আশফার রহমান নবিন।