পরীক্ষার দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) কর্তৃপক্ষের প্রাথমিকভাবে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়টির চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।

আজ বুধবার (৩ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়টির  কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। পরে তারা ভিসি কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এ সময় শিক্ষার্থীরা চতুর্থ বর্ষের স্থগিত হওয়া সকল পরীক্ষা ঈদের আগে নেওয়ার দাবি জানান।

নিজেদের ভোগান্তির কথা উল্লেখ করে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুজন সরকার বলেন, 'ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বিএসসি ইঞ্জিনিয়ারিং করার কারণে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমাদের ২ বছরের ব্যবধান আছে। তাই আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে চাকরি ক্ষেত্রেও দুই বছর পিছিয়ে আছি। এমতাবস্থায় আমাদের অনুষ্ঠেয় পরিক্ষাগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তালবাহানা করা অমানবিক।'

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আফতাবুল ইসলাম শোভন বলেন, 'মূলত আমাদের দাবি হচ্ছে, ঈদের আগেই আমাদের চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষার কার্যক্রম শেষ করে ফলাফল ঘোষণা করতে হবে।'

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টির পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী ৪ মার্চ থেকে চলমান সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষামন্ত্রীর নির্দেশনায় সেটি স্থগিত হয়।