চিকিৎসায় সহযোগিতার আহ্বান শাবির সাবেক শিক্ষার্থী সুব্রতর

শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র সুব্রত কুমার সাহার পায়ের চিকিৎসার জন্য সাহায্যের প্রয়োজন। তার চিকিৎসার্থে প্রয়োজন ২৫ লক্ষ টাকা, যা তার একার পক্ষে বহন করা সম্ভব নয়।

সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়ে সুব্রত কুমার সাহা বলেন, ২০১৫ সালে একটি সড়ক দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হন। এতে ডান পায়ে গুরুতর সমস্যা হয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও ভারতের হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আসছেন। বর্তমানে স্বাভাবিক চলাচল একেবারেই কষ্টকর হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পায়ে ধাপে ধাপে ৩টি সার্জারি করাতে পারলে স্বাভাবিকভাবে চলাচল করতে পারবেন। এ সার্জারিগুলো কয়েকটি ধাপে করাতে হবে ভারতের হাসপাতালে। বর্তমানে তিনি একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন বলে জানান তিনি।

তিনি আরও জানান, সার্জারিগুলোর সময় দীর্ঘদিন ভারতে অবস্থান করার পাশাপাশি সার্জারি পরবর্তী ফলোআপ করার জন্য একাধিকবার ভারতে যেতে হবে। এতে এই সার্জারিগুলো সফলভাবে সম্পন্ন করতে জন্য প্রয়োজন প্রায় ২৫ লাখ টাকা। যা তার একার পক্ষে বহন করা সম্ভব নয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ, বিশ্ববিদালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সমাজের বিত্তশালী ব্যক্তিদেরকে তার চিকিৎসার্থে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সহযোগিতা পাঠাতে চাইলে-

সাখাওয়াত হোসেন (বিকাশ নং- ০১৭১৭৫৩৩৩৭৬), (রকেট অ্যাকাউন্ট নং -০১৬৩২৮৫৬৬৪৫২), (নগদ অ্যাকাউন্ট নং- ০১৬৩২৮৫৬৬৪৫) অথবা

সুব্রত দাস সাহা, হিসাব নম্বর-১২১১০১০২৯২৯২৩ , রাউটিং নম্বর- ০৯০৯১৩৫৫২, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, সিলেট শাখা।