আন্তঃ বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে নিবন্ধন শুরু

আয়োজিত হতে চলেছে ১৩ তম আন্তর্জাতিক আন্তঃ বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (IIUSFF)। ২০০৭ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এই আন্তর্জাতিক উৎসবটি আয়োজন করে আসছে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্বপ্নবাজ তরুণ চলচ্চিত্র নির্মাতাদের নির্মিত চলচ্চিত্র নিয়ে ‘টেক ইয়োর ক্যামেরা, ফ্রেম ইয়োর ড্রিম’ স্লোগানে বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর)  এর সহযোগিতায় এই আয়োজন হতে যাচ্ছে। গতবছর এই আয়োজনে বিশ্বের ১০৬টি দেশ থেকে ২৫৮৩টি শর্টফিল্ম জমা পড়েছিল।

এ উৎসবের মূল লক্ষ্য দেশ-বিদেশের তরুণ নির্মাতাদের উৎসাহ প্রদান ও তাদের কাজকে তুলে ধরার একটি প্লাটফর্ম তৈরি করা। 

এছাড়া এই উৎসব সাধারণ মানুষের কাছে শরণার্থীদের কষ্ট ও সংগ্রামকে তুলে ধরতে চায়। তাই এই উৎসবের অংশ হিসেবেই বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয়ে থাকে। 

ইতিমধ্যে ১৩ তম আন্তর্জাতিক আন্তঃ বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব(আই আই ইউএসএফএদ)  এর ‘নিবন্ধন’ শুরু হয়েছে। ১০ জুন নিবন্ধনের শেষ দিন। 

যে ক্যাটাগরিতে চলচ্চিত্র জমা দেওয়া যাবে:

কম্পিটিশন: এই বিভাগে বিভিন্ন বিষয়ের ওপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দেওয়া যাবে। তবে তার দৈর্ঘ্য হতে পারবে সর্বোচ্চ ১৫ মিনিট।

প্যানারোমা: এ বিভাগে জমাকৃত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলি প্রতিযোগিতায় অংশ নিতে পারবেনা। তবে বিচারকদের নির্বাচিত সেরা চলচ্চিত্রগুলো উৎসবে প্রদর্শন করা হবে। এ বিভাগের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো সর্বোচ্চ সময়সীমা ২০ মিনিট।

ওয়ান মিনিট শর্ট: এই বিভাগে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের চলচ্চিত্র জমা দেওয়া যাবে।

শর্ট ফিল্ম অন রিফিউজি: শরণার্থীদের জীবনযুদ্ধকে কেন্দ্র করে তৈরি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রগুলো এই বিভাগে জায়গা পাবে। বিশ্ব শরণার্থী দিবসে উৎসবের বিশেষ আয়োজনে নির্বাচিত চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। এর নির্ধারিত সময়সীমা ১৫ মিনিট।

পুরস্কার ও সম্মাননা:

১। জহির রায়হান শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার

২। তারেক মাসুদ শ্রেষ্ঠ উদীয়মান পরিচালক পুরস্কার

৩। শরণার্থী বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার

৪। বেস্ট ওয়ান মিনিট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড

৫। শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র পুরস্কার

৬। অন্যান্য ক্ষেত্রে শীর্ষ ৫০টি চলচ্চিত্রের নির্মাতা পাবেন প্রশংসাপত্র ও ক্রেস্ট।

বিশ্বের যেকোনও দেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এই উৎসবে তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দিতে পারবে। চলচ্চিত্র জমা দেয়ার সময়সীমা ১০ জুন,২০২১ পর্যন্ত নির্ধারিত করা হয়েছে। এই ওয়েব সাইটে ঢু মারলেই বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এই ওয়েব সাইটের মাধ্যমেই স্বল্পদৈর্ঘ্য  চলচ্চিত্রটি জমা দেওয়া যাবে।

উৎসবটির প্রতিটি মুহূর্ত জানার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ইভেন্ট লিঙ্ক