আবারও বিভক্ত ছাত্র ইউনিয়ন: বিদ্রোহী কমিটির সভাপতি জয়, সম্পাদক রাগীব

আবারও বিভক্ত হয়ে পড়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বিদ্রোহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন নজির আমিন জয় ও সাধারণ সম্পাদক রাগীব নাঈম।

শুক্রবার (১৮ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ডাকসু ক্যাফেটেরিয়ায় বিদ্রোহী অংশের জাতীয় পরিষদের সভায় এ কমিটি ঘোষণা করেন তারা।

সভায় নিষ্ক্রিয়তা, ৪০তম সম্মেলনের পর সংগঠনের সর্বোচ্চ পরিষদ জাতীয় সম্মেলনের প্রতিনিধিদের অবশ্য পালনীয় নির্দেশ পালন না করা, ঢাকা মহানগর-বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা, ঢাবিসহ বিভিন্ন সংসদের মূল নেতৃত্বকে বহিষ্কার করা এবং ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে সংখ্যাগরিষ্ঠ সংসদের মতামতকে অগ্রাহ্য করে গুটি কয়েক পদলেহনকারী সদস্যকে নিয়ে ছাত্র ইউনিয়নকে নামসর্বস্ব সংগঠন বানানোর অপতৎপরতার অভিযোগ এনে সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক দীপক শীল, সহ-সভাপতি সুমাইয়া সেতু, কে এম মুত্তাকী, সরোজ কান্তি ও কার্যকরী সদস্য এনি সেন, প্রান্ত রণি, গৌরচাঁদ ঠাকুর, পিনাক দেব, জি কে সাদিক ও খায়রুল হাসান জাহিনকে লঘু দণ্ড হিসেবে কেন্দ্রীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সংগঠনকে গতিশীল করবার লক্ষ্যে জাতীয় পরিষদ ৮ জন নতুন সদস্যকে কেন্দ্রীয় দায়িত্বে নিযুক্ত করে বিদ্রোহী কমিটি।

এই বিষয়ে ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ’র কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘গতকাল ছাত্র ইউনিয়নের জাতীয় পরিষদের কোনও সভা ছিলো না। কিছু ব্যক্তি বাংলাদেশ ছাত্র ইউনিয়নকে বিতর্কিত করতে এই ধরনের কর্মকাণ্ড করছে। আর গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া যায় না। তার জন্য আগে তাদের কারণ দর্শানোর নোটিশ দিতে হয়।’

বিদ্রোহী কমিটির সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক গতিশীলতা আনতে নিষ্ক্রিয় ও অভিযুক্তদের অব্যাহতি দিয়ে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।’

ফয়েজ উল্লাহ’র এই কমিটির অস্বীকৃতির বিষয়ে রাগীব নাঈম বলেন, ‘যদি তারা অস্বীকার করে এক্ষেত্রে কিছু করার নেই।’