আন্দোলনের পর ঢাবির আবাসন ও পরিবহন ফি মওকুফ

বিভিন্ন ছাত্র সংগঠনের দাবির মুখে মহামারি করোনা পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসন ও পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মহামারির কারণে আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এমন দাবি করে আসছিল ছাত্রসংগঠনগুলো।

বৃহস্পতিবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১ জুন একাডেমিক কাউন্সিলে জুলাইয়ে প্রথম সপ্তাহ থেকে চলমান ব্যাচগুলোর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার পর শিক্ষার্থীরা নিবন্ধন শুরু করে। নিবন্ধন করতে গিয়ে দেখা যায় আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও আবাসন ও পরিবহন ফি দিতে হচ্ছে।

আর এই আবাসন ও পরিবহন ফি গ্রহণ অযৌক্তিক দাবি করে তা প্রত্যাহারের দাবি জানায় বিভিন্ন ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয় বাজেট অধিবেশনে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড সাদেকা হালিমও তা প্রত্যাহারের দাবি জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তখন থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম আরম্ভ না হওয়া পর্যন্ত পরিবহন ফি ও আবাসিক ফি মওকুফ করা হবে। ইতোমধ্যে যেসব শিক্ষার্থী আবাসন ও পরিবহন ফি পরিশোধ করেছে, তা সমন্বয় করা হবে।

কীভাবে করা হবে তা পরবর্তী সময়ে জানানো বলেও জানান প্রবীর কুমার।