সাবেক ডেপুটি স্পিকারের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এক শোকবাণীতে উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অধ্যাপক মো. আলী আশরাফ ছিলেন একজন নিবেদিত প্রাণ রাজনীতিবিদ, বিদগ্ধ সাংসদ ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা। তিনি ছিলেন শিষ্টাচার বোধসম্পন্ন বিনম্র চরিত্রের নিরহংকার মানুষ। তার মৃত্যুতে সমাজ ও রাজনীতিতে শূন্যতা অনুভূত হবে। দেশ ও সমাজ উন্নয়নে অনন্য অবদানের জন্য আদর্শবান এই রাজনীতিক স্মরণীয় হয়ে থাকবেন।’

এতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপক মো. আলী আশরাফ আজ (শুক্রবার) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।