কৃষ্ণচূড়া গাছ কাটায় ঢাবি শিক্ষার্থীদের ক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবন সংলগ্ন কৃষ্ণচূড়া গাছটি কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে। এদিকে, নিরাপত্তার স্বার্থে গাছ কাটা হয়েছে বলে জানায় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, "নিরাপত্তার স্বার্থে গাছ কাটা হয়েছে। এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে। তারা বিস্তারিত পদক্ষেপ নিচ্ছেন।"

ওই কমিটির আহ্বায়ক, জীব বিজ্ঞান অনুষদের ডিন ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, "গাছটি রাস্তার দিকে ঝুঁকে পড়েছিলো। ভেঙ্গে পড়ে যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই নিরাপত্তার স্বার্থে গাছ কাটা হয়েছে। গাছ পড়ে এর আগে দুর্ঘটনা ঘটেছে। ওই জায়গায় আবার গাছ লাগানো হবে। "

ফেসবুকে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া