শুক্রবার খুলছে বাকৃবির ছাত্রাবাস

করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা গ্রহণ সাপেক্ষে প্রায় দেড় বছর পর শুক্রবার (২৪ সেপ্টেম্বর) খুলে দেওয়া হচ্ছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রবাসগুলো। তবে শুধু অনার্স শেষ বর্ষ ও মাস্টার্স ফাইনালের শিক্ষার্থীরা ছাত্রাবাসে উঠতে পারবেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ছাত্রাবাস খুলে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাকৃবির ভিসি প্রফেসর ড. লুৎফুল হাসান জানান, ইতোমধ্যে অনার্স শেষ বর্ষ ও মাস্টার্স ফাইনালের শিক্ষার্থীরা করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছেন। এ কারণে প্রথম ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীদের আগামী শুক্রবার ছাত্রাবাসে ওঠার জন্য সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে অনার্স শেষ বর্ষ ও মাস্টার্স ফাইনাল শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাকৃবির মেয়েদের নয়টি এবং ছেলেদের চারটি ছাত্রাবাস ও ক্লাসরুম পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করা হয়েছে।