রাবি কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ২২৪৮ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৮৪.০৫ শতাংশ। ১৫. ৯৫ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।  অধ্যাপক একরামুল হামিদ এ তথ্য নিশ্চিত করেন। শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১২টি একাডেমিক ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ও ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক একরামুল হামিদ বলেন, ‘প্রথম দিনের মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ হাজার ৯৮ জন। এর মধ্যে উপস্থিত হয়েছেন ১১ হাজার ৮৫০ জন। দুই হাজার ২৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত। এই হিসাবে উপস্থিতির হার ৮৪.০৫ শতাংশ।’

তিনি জানান, পরীক্ষা চলাকালে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শনিবার (২ অক্টোবর) একই সময়ে ‘খ’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। এ কেন্দ্রে আগামীকাল পরীক্ষার্থী আছেন ছয় হাজার ৩৭১ জন। এছাড়া ৯ অক্টোবর  শনিবার ‘চ ইউনিটে এক হাজার ৫৭৭ জন সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশ নেবেন। 

অন্যদিকে, ২২ ও ২৩ অক্টোবর যথাক্রমে গ ও ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গ ইউনিটে এক হাজার ৮২৪ জন ও ঘ ইউনিটের পরীক্ষায় ১২ হাজার একজন পরীক্ষার্থী অংশ নেবেন।