ফুল-চকলেট-মাস্কে ঢাবি শিক্ষার্থীদের বরণ

দীর্ঘ দেড় বছর অপেক্ষার প্রহর শেষে মঙ্গলবার (৫ অক্টোবর) খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল। এক ডোজ করোনার টিকা নেওয়া শর্তে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খোলা হয়েছে হল।

শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হচ্ছেমঙ্গলবার সকাল থেকেই হলে প্রবেশ করতে শুরু করেনে শিক্ষার্থীরা। হলগুলোর গেটে চেয়ার-টেবিল নিয়ে বসেছেন হাউজ টিউটররা। শিক্ষার্থীদের ফুল, চকলেট ও বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত মাস্ক দিয়ে বরণ করে নিচ্ছেন তারা।চকলেট

হলে প্রবেশের সময় চেক করা হচ্ছে শরীরের তাপমাত্রা, করানো হচ্ছে স্যানিটাইজেশন। শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশিকা।

ফুল-চকলেট-মাস্ক (ছবি: সংগৃহীত)অনেক শিক্ষার্থী হলে প্রবেশ করে শুরু করেছেন ‍রুম পরিষ্কারের কাজ।

ফুল-চকলেট-মাস্ক পেয়েছেন শিক্ষার্থীব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে হলে আগত শিক্ষার্থীরাও আছেন খোশ মেজাজে। সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী হিজবুল্লাহ নিহার সাঈদ বলেন, ‘অনেকদিন পর হলে প্রবেশ করতে পেরে ভালো লাগছে। এতদিন মেসে ছিলাম, অনেক কষ্ট করতে হয়েছে। এখন অন্তত পড়ার পরিবেশটা পাবো।’

শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হচ্ছেমাস্টার দা’ সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী তৌহিদ হাসান বলেন, ‘এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে পেলাম। এখন মনে হচ্ছে পৃথিবীটাও সুস্থ, সব স্বাভাবিক। হল কর্তৃপক্ষকে ধন্যবাদ সুন্দরভাবে আমাদের বরণ করে নেওয়ার জন্য।’

ছবি: নাসিরুল ইসলাম