কুবি শিক্ষার্থীর চোখে মরিচের গুঁড়া দিয়ে ফেলে যায় ছিনতাইকারীরা    

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসে ওঠে যাত্রীবেশী ছিনতাইকারীদের কবলে পড়ে নগদ টাকা ও মোবাইলসহ মূল্যবান সব খুইয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সুমন। পরে ছিনতাইকারীরা চোখে মরিচের গুঁড়া দিয়ে ও মারধর করে তাকে সড়কের একপাশে ফেলে রেখে যায়। 

গত শুক্রবার (৮ অক্টোবর) রাতে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী সুমন জানান, শুক্রবার রাত ৯টার দিকে হঠাৎ জরুরি কাজে ঢাকায় যাওয়ার জন্য পদুয়ার বাজার বিশ্বরোডে যান তিনি। সেখানে বাস না পেয়ে একটা মাইক্রোবাস পেয়ে সেটিতে ওঠেন। সেখানে আরও কিছু যাত্রী ছিল। গাড়ি কিছুদূর যাওয়ার পরই তারা তাকে নানাভাবে শারীরিক নির্যাতন শুরু করে যাত্রীরা। এ সময় তারা সঙ্গে থাকা নগদ ১০ হাজার টাকা, একটি স্মার্টফোন এবং মূল্যবান অন্যান্য সব ছিনিয়ে নেয়। 

‘একপর্যায়ে ছিনতাইকারীরা আমার চোখে মরিচের গুঁড়া দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়ে যায়’, যোগ করেন ওই শিক্ষার্থী।

তিনি আরও বলেন, ছিনতাইকারীরা তাকে গাড়ি থেকে ফেলে দেওয়ার বেশ কিছুক্ষণ পর তিনি পাশের একটা দোকানে গিয়ে সাহায্য নিয়ে মেসে ফেরেন। এ বিষয়ে তিনি কোনও আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা জানতে চাইলে বলেন, ঘটনার পরপর আমি ৯৯৯ এ জানিয়েছিলাম।

এ বিষয়ে জানতে ময়নামতি হাইওয়ে থানায় যোগাযোগ করা হলে তারা স্থানীয় সদর দক্ষিণ থানায় যোগাযোগ করতে বলা হয়। 

তবে সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, আমরা এখনও কোনও অভিযোগ পাইনি। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।

অন্যদিকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন ভূইয়া বলেন, এ বিষয়ে লিখিত বা মৌখিক কোনও অভিযোগ পাইনি। পেলে অবশ্যই খতিয়ে দেখা হবে।