চবিতে ১৯ অক্টোবর ক্লাস শুরুর পর ১৬ দিনের ছুটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৯ অক্টোবর থেকে ক্লাস শুরু হচ্ছে। এর আগে ১৬ অক্টোবর থেকে সীমিত আকারে চলবে শাটল ট্রেন। আর ১৮ অক্টোবর আবাসিক হল খুলে দেওয়া হবে। তবে ক্লাস শুরু করার পরেই দুই দফায় ১৬ দিনের ছুটি রয়েছে। 

রবিবার (১০ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস‌এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১৬ অক্টোবর হতে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন পরিচালিত হবে। চট্টগ্রামের বটতলী স্টেশন হতে ক্যাম্পাস অভিমুখে সকাল ৮টা ও ৯টায় দুটি ট্রেন ছেড়ে আসবে। ক্যাম্পাস হতে শহর অভিমুখে দুপুর দেড়টা ও আড়াইটায় ছেড়ে যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৮ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলবে, একইদিন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের কার্যক্রমও শুরু হবে। ১৯ অক্টোবর হতে বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের শিক্ষার্থীদের সরাসরি উপস্থিতিতে ক্লাস শুরু হবে।

তবে ১৯ অক্টোবর ক্লাস শুরুর পরেই ২৪ অক্টোবর ছাড়া দীর্ঘ ছুটির মধ্যে পড়বে শিক্ষার্থীরা। এর মধ্যে ২১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ও ২৫ অক্টোবর হতে ৫ নভেম্বর পর্যন্ত চবির ভর্তি পরীক্ষার ছুটি রয়েছে। আর ১৯ অক্টোবরের ঈদে মিলাদুন্নবীর ছুটি একদিন পিছিয়ে ২০ অক্টোবর করা হয়েছে। ফলে ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর ও ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ১৬ দিনের ছুটি থাকবে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস‌এম মনিরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেদিন খোলা আছে সেদিনই ক্লাস হবে। পূর্বঘোষিত বন্ধের দিন ক্লাস হবে না।’