ক্যাম্পাসে টিকাদানের উদ্যোগ শেকৃবি প্রশাসনের

শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের করোনাভাইরাসের টিকাদানের উদ্যোগ নিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্বতন্ত্র বুথ স্থাপন করে টিকাদানের উদ্যোগ নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৯ অক্টোবর) টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা ও বৃত্তি) হরি কমল দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকা গ্রহণের জন্য গ্রহীতাদের নাম, পদবি, হলের নাম, রেজিস্ট্রেশন নম্বর, প্রথম ডোজের টিকার নাম ও গ্রহণের তারিখ, জাতীয় পরিচয়পত্র বা নিবন্ধন ইত্যাদি তথ্যসহ https://docs.google.com/forms/d/e/1FAIpQLScXQCYott1PfueczgdshhfcXB4-stOMSkUALT9LIv-1fVmxsw/viewform এই গুগল ফরমটি পূরণ করতে বলা হয়েছে। 

এ ছাড়া কর্মচারী ও শ্রমিকদের টিকা সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও বৃত্তি শাখায় আগামী ২৪ অক্টোবরের মধ্যে সশরীরে এসে জমা দিতে বলা হয়েছে।