১২ হাজার ভর্তি পরীক্ষার্থীর ৩৮০০ জনই অনুপস্থিত

কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের  একাডেমিক ভবনগুলোতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ।

রাবির কলা অনুষদের ডিন ও ঢাবির ‘ঘ’ ইউনিটের রাবি কেন্দ্রের প্রধান অধ্যাপক ফজলুল হক বলেন, ‘ঢাবির ঘ ইউনিটে পরীক্ষার্থী ছিলেন ১২ হাজার ছয় জন। এর মধ্যে উপস্থিত ছিলেন আট হাজার ২০৬ পরীক্ষার্থী। তিন হাজার ৮০০ জন পরীক্ষা দিতে আসেননি। এই হিসাবে উপস্থিতির হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ ও অনুপস্থিতির হার ৩১ দশমিক ৪৬ শতাংশ।

উল্লেখ্য, গত ১, ২ ও ২২ অক্টোবর যথাক্রমে ‘ক’ এবং ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।