জাবির ‘জি’ ও ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আইআইটির অধীনে ‘এইচ’ ও আইবিএ জেইউ-র অধীনে ‘জি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান জানান, ‘জি’ ও ‘এইচ’ ইউনিটের পরীক্ষা শেষে মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

‘এইচ’ ইউনিটের আসন সংখ্যা ৫৬টি। এর মধ্যে ছেলেদের জন্য ২৮টি এবং মেয়েদের জন্যও ২৮টি। এই ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিল ২৩ হাজার ৩১৬ জন।

‘জি’ ইউনিটের আসন সংখ্যা ৫০টি। এর মধ্যে ছেলেদের জন্য ২৫টি এবং মেয়েদের জন্যও ২৫টি। এই ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিলো ৮ হাজার ৮৯৬ জন। 

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট juniv-admission.org থেকে বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।