রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য কম্পিউটার দিলো ভারত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীদের ব্যবহারের জন্য ভারত সরকারের পক্ষ থেকে ৩০টি কম্পিউটার ও পাঁচটি প্রিন্টার উপহার দিয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে এক অনুষ্ঠানে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি কম্পিউটার সামগ্রী উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া ও সুলতান-উল-ইসলামের কাছে হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা  ভারত বাংলাদেশের অন্যতম বন্ধু দেশ উল্লেখ করে বলেন, দুই দেশ ইতিহাস ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। ভারতীয় জনগণের পক্ষ থেকে দেওয়া এই উপহার ছাত্রীরা ব্যবহারের মাধ্যমে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাবির ছাত্রী হলগুলোর প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, প্রক্টর, সহকারী প্রক্টররা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।