ঢাকায় যাবেন না আন্দোলনকারীরা, শিক্ষামন্ত্রীকে বিকল্প প্রস্তাব

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আহ্বানে সাড়া দিলেও ঢাকা গিয়ে আলোচনায় বসা সম্ভব না বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ায় তারা ঢাকায় আসতে পারবেন না বলে জানান।

এর আগে, শুক্রবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের মাধ্যমে শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ফোনে কথা বলে আলোচনায় বসার আহ্বান জানান। এতে সম্মতিও জানিয়েছেন আন্দোলনরতরা।

এ জন্য সাত সদস্যের একটি প্রতিনিধি দলও নির্বাচন করেছেন শিক্ষার্থীরা। তবে অনশনরত শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা।

এ বিষয়ে আমরণ অনশনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন বলেন, ‘ভিডিও কলে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার পর আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ঢাকা যাওয়ার সিদ্ধান্ত হয়। তবে অনশনরত ও আন্দোলনরত অনেক শিক্ষার্থী অসুস্থ হওয়ায় তারা ঢাকা যাওয়ার মতো অবস্থায় নেই। এর পরিবর্তে শিক্ষামন্ত্রীকে শাবিপ্রবিতে এসে বৈঠক আয়োজনের অথবা বৈঠকে প্রতিনিধিদলের সঙ্গে অনলাইনে আলোচনার সুযোগ দিতে অনুরোধ জানানো হবে।’

আন্দোলনকারীদের পক্ষে সাব্বির আহমেদ বলেন, ‘আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবো। কিন্তু ক্যাম্পাসের এ পরিস্থিতিতে কোনোমতেই ঢাকায় যাওয়া সম্ভব না।’

এ খবর শুনে শুক্রবার রাত ৮টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শফিউল আলম চৌধুরী নাদেল শিক্ষামন্ত্রীর বার্তা নিয়ে পুনরায় ক্যাম্পাসে আসেন। শিক্ষামন্ত্রীর বাসায় আপনজন অসুস্থ হওয়ায় সিলেটে আসতে দেরি হবে বলে জানান তিনি। এই নেতা বলেন, ‘প্রয়োজনে আকাশপথে শিক্ষার্থী প্রতিনিধিদের ঢাকায় নিয়ে যাওয়া হবে।’

এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত শিক্ষার্থীদের ঢাকায় যাওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে সিদ্ধান্ত নিয়ে শফিউল আলম চৌধুরী নাদেলকে জানাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।