শেকৃবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা স্থগিত

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সশরীরে ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে শিক্ষার্থীদের আবাসিক হল খোলা থাকবে।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সশরীরে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

২২ জানুয়ারির নির্ধারিত সব ক্লাস ও পরীক্ষা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে হবে। সংশ্লিষ্ট কোর্স শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ক্লাস অনলাইনে নেওয়ার ব্যবস্থা করা হবে। বিশ্ববিদ্যালয়ের অফিস সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। যেকোনও ধরনের সমাবেশ/জমায়েত বা অনুষ্ঠানাদি বন্ধ থাকবে। এ ক্ষেত্রে ৬ তারিখ পর্যন্ত নতুন রুটিনে নতুন কোনও সেমিস্টারের ক্লাস অনলাইনে হবে না। শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ খোলা থাকবে। 

তবে পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. অলক কুমার পাল বলেন, অনলাইনে আমরা পরীক্ষা নেবো না, শিক্ষকরা মত দেননি। তাছাড়া অনলাইন পরীক্ষায় খাতা প্রিন্ট করা, মূল্যায়ন করা ঝামেলা।