শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনে ঢাবি শিক্ষার্থীদের সংহতি

ভিসি ফরিদ উদ্দীন আহমেদের অপসারণের দাবিতে অনশনরত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।

শনিবার (২২জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পাদদেশে শাবিপ্রবি’তে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে অবস্থান নেন তারা।

দলের নেতৃত্বে থাকা ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আরাফাত সাদ বলেন, "শাবিপ্রবির শিক্ষার্থীরা গত তিনদিন ধরে ভিসি ফরিদ উদ্দীন আহমেদের পদত্যাগের দাবিতে অনশন করছেন। এই ভিসি হচ্ছেন সেই ভিসি যিনি ক্যাম্পাসে পুলিশ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, একইসঙ্গে ছাত্রলীগ দিয়ে হামলা করেছে। এমনকি সাউন্ড গ্রেনেড দিয়ে হামলা করেছে। এভাবে হামলা আমাদের দেশের ইতিহাসে কমই হয়েছে। একাত্তরের আগে পাকিস্তানি শাসকরা এটি করতো এবং আশির দশকে স্বৈরাচারী এরশাদ এটা করতো৷ বর্তমান সরকারের সময়ে আমরা এটি দেখলাম। তাই শাবিপ্রবি শিক্ষার্থীদের ন্যায্য দাবির সঙ্গে সংহতি জানিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অবস্থান করছি। আমরা দুপুর পর্যন্ত অবস্থান করব।"

দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন জানিয়ে সাদ আরও বলেন, আজকে আমরা  অবস্থান কর্মসূচি পালন করেছি এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন—ফাইন্যান্স বিভাগের জাবির আহমেদ জুবেল, আইন বিভাগের কাজী রাকিব, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের জেসান অর্ক মারান্ডি এবং রাষ্ট্রবিজ্ঞান মোজাম্মেল।