‘সাংবাদিকতায় নৈতিকতার ভিত্তি আরও মজবুত করতে হবে’

সাংবাদিকতায় নৈতিকতার ভিত্তি আরও মজবুত করতে হবে। ব্যক্তিগত ও দলীয় স্বার্থের চেয়ে দেশ ও জাতির স্বার্থকে প্রাধান্য দিতে হবে। কাউকে খুশি করার জন্য কোনও গুরুত্বপূর্ণ সংবাদ চাপিয়ে রাখা যাবে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) রজতজয়ন্তী উৎসবে মূখ্য আলোচকের বক্তব্যে এসব কথা বলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি শহীদুল হক।

শুক্রবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয় সংগঠনটির ২৫ বছর পূর্তি। কেক কাটা, আলোচনা অনুষ্ঠান, ক্যাম্পাস ভ্রমণ, পিঠা উৎসব ও ফানুস ওড়ানোসহ নানা আয়োজনে মুখর ছিল চবি ক্যাম্পাস। 

বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এ সময় ‘করোনা পরিস্থিতিতে বাংলাদেশের সাংবাদিকতা: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক বক্তব্যে মূখ্য আলোচক ছিলেন শহীদুল হক।

তিনি বলেন, রাজনৈতিক ও মতাদর্শগ কারণে সাংবাদিক হয়রানি বাংলাদেশের সাংবাদিকতায় একটি ঘৃণ্য কালো অধ্যায়। সাংবাদিকতায় অন্ধভাবে রাজনৈতিক লেজুড়বৃত্তি ও অন্যায়ভাবে প্রভাব বিস্তারের প্রবণতা রোধ করতে হবে।

উপাচার্য বলেন, সাংবাদিকদের বিবেকের মাধ্যমে পরিচালিত হতে হবে। হলুদ সাংবাদিকতা পরিহার করে সত্যনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। সঠিক তথ্য জেনে নিয়ে সংবাদ প্রকাশ না করলে মানুষ বিভ্রান্ত হয়, ভয় পেয়ে যায়। আশা রাখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সৎ সাংবাদিকতা করবে। আর চ্যালেঞ্জগুলো সাহসের সাথে মোকাবিলা করবে।

সভাপতির বক্ত্যব্যে চবিসাস সভাপতি ইমরান হোসাইন বলেন, চবিসাসকে ২৬ বছরে পদার্পণ করতে দুর্গম যাত্রাপথ অতিক্রম করতে হয়েছে। এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বদরবারে তুলে ধরতে কাজ করে গেছে সাংবাদিক সমিতি। ত্রিশ বছর ধরে ছাত্র সংসদ নেই। চাকসুর এই অনুপস্থিতিতে শিক্ষার্থীদের মুখপাত্র হিসেবে পরোক্ষভাবে কাজ করেছে সাংবাদিক সমিতি।

সংগঠনটির সাধারণ সম্পাদক মুনাওয়ার রিয়াজ মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস‌এম মনিরুল হাসান ও ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক সভাপতি, আমাদের সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান হামিদুল্লাহ, সাবেক সভাপতি ও চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাহাবুদ্দীন নিপু। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) ১৯৯৬ সালের ২৮ ডিসেম্বর যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই নানা প্রতিকূলতা মাড়িয়ে যৌবনের ২৫ বছর পার করেছে সংগঠনটি। গত ৬ ডিসেম্বর ২৬ বছরে পদার্পণ করে চবিসাস।