আল্টিমেটাম দিয়ে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

দাবি বাস্তবায়নে শিক্ষকদের ওপর আস্থা ও ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে চলমান আন্দোলন স্থগিত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২ মার্চ) সংবাদ সম্মেলন করে আন্দোলন প্রত্যাহারের এ ঘোষণা দেন তারা। বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১০টা থেকে এই আল্টিমেটামের সময়সীমা শুরু হবে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল রাজু বলেন, ‘আমরা ধর্ষকদের ফাঁসির দাবিসহ শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু দাবি জানিয়েছিলাম। ইতোমধ্যে ধর্ষকদের গ্রেফতার করা হয়েছে এবং আমাদের শিক্ষকরা জানিয়েছেন অন্য দাবি পূরণেও তারা কাজ করছেন।’

তিনি আরও বলেন, ‘শিক্ষকদের ওপর আস্থা রেখে আমরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আগামীকাল সকাল থেকে আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি। তবে এই সময়ের মধ্যে দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ধর্ষকদের ফাঁসির আদেশ, হামলাকারীদের বিচারের আওতায় আনা, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সঙ্গে শিক্ষার্থীদের ভিডিও কনফারেন্সের আয়োজন।

এদিকে বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেন। এরপর সন্ধ্যা ৭টায় মশাল মিছিলের আয়োজন করেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এ ঘটনায় ধর্ষণ মামলায় গ্রেফতার ছয় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় কারাগারে পাঠান আদালত। ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ছয় দিন ধরে চার দফা দাবিতে আন্দোলন করছেন।