‘খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর মানোন্নয়ন নিয়ে ভাবা হচ্ছে’

পরিকল্পনমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আগে আমরা শুধু পেট ভরে ভাত খাওয়া নিয়েই ভেবেছি। এখন খাদ্য নিরাপত্তা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর মানোন্নয়ন নিয়ে ভাবছি। খাদ্যের গুণগত মান বাড়ানোর চেষ্টা চলছে।’

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। 

এম এ মান্নান বলেন, ‌আমরা ইতোমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, যার অবদান কৃষি বিজ্ঞানী ও কৃষক ভাইদের।'

তরুণ কৃষিবিদদের জ্ঞান-বিজ্ঞান ও গবেষণায় অধিকতর মনযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তোমরা জাগো ওঠো, বেরিয়ে পড়ো।’

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মাঠে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক লেবেল-১, সেমিস্টার-১ এ ভর্তি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদার উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং ছাত্র পরামর্শ নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. এম এম মাহবুব আলম, প্রক্টর (ভারপ্রাপ্ত)ও সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম।