জবি শিক্ষার্থীদের জন্য চক্রাকার বাস সার্ভিস চালু

শিক্ষার্থীদের সুবিধার জন্য চক্রাকার বাস সার্ভিস চালু করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বাসটি দুপুর সাড়ে ১২টায় ও সন্ধ্যা সাড়ে ৭ টায় দুই দফায় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। পরে সায়েদাবাদ, কমলাপুর, শাহবাগ হয়ে ক্যাম্পাসে ফিরবে। 

বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কেনা দ্বিতল বাস দিয়ে এ সার্ভিস পরিচালনা করা হবে বলে জানান তিনি। 

তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার জন্য চক্রাকার বাস চালুর একটি প্রস্তাব দিয়েছিল পরিবহন পুল। শিগগিরই সার্ভিসটি চালু হবে।

তিনি আরও বলেন, অনেক সময় বিভিন্ন মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের কাজ থাকে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও সাংস্কৃতিক কোনও প্রোগ্রাম থাকে। এ সার্ভিস চালু হলে আমাদের শিক্ষার্থীরা সুবিধা পাবে। আবার সন্ধ্যার পর এ সার্ভিসের কারণে সাংস্কৃতিক প্রোগ্রামগুলোর সঙ্গে যেসব শিক্ষার্থী জড়িত তাদেরও সাংস্কৃতিক চর্চায় সুবিধা হবে।