বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ বরাদ্দ পেলো শাবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত ২০২২-২৩ অর্থবছরে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি নতুন অর্থবছরে ইউজিসি কর্তৃক ১৬২ কোটি ২৭ লাখ টাকার বরাদ্দ পেয়েছে। এটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮ম সর্বোচ্চ বরাদ্দ।  

শনিবার (২১ মে) বিকালে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

রেজিস্ট্রার জানান, ইউজিসিতে আমরা একটা বাজেট পেশ করি। ইউজিসি আমাদের বাজেটের আলোকে বরাদ্দ দিয়েছে। নতুন অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের বাজেট হবে, যা ইউজিসির অনুমোদিত বাজেটের সঙ্গে সমন্বয় হবে। ইউজিসির অনুমোদিত বাজেটের থেকে বিশ্ববিদ্যালয়ের বাজেট কম-বেশি হতে পারে।  

জানা যায়, গত ১৬ মে ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজ বেগমের সভাপতিত্বে ১৬২তম সভায় দেশের ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১০ হাজার ৪৪৪ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এর মধ্যে ছয় হাজার ২৩ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব বাজেট ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০টি উন্নয়ন প্রকল্পে চার হাজার ৪২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।