জবি ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ

রাজধানী পুরান ঢাকায় পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (২৩ মে) পুরান ঢাকার ভিন্ন ভিন্ন এলাকায় মিছিল বের করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ও ছাত্রদলের দুই গ্রুপ। 

সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদ এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবিতে ক্যাম্পাসের ভাস্কর্য চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে বাহাদুরশাহ পার্ক, সদরঘাট এলাকা প্রদক্ষিণ করে ভাষা শহীদ রফিক ভবন চত্বরে এসে জড়ো হন নেতাকর্মীরা।

জবি ছাত্রদলের একাংশের বিক্ষোভএ সময় সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, ‘জবি ছাত্রলীগ স্বাধীনতাবিরোধী সব অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে প্রস্তুত আছে। ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের নেত্রীকে নিয়ে যে কটূক্তি করেছে, তার উত্তম জবাব দেওয়া হবে।’

অন্যদিকে একই সময়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তি, ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর পুলিশের হামলা ও মামলার প্রতিবাদে শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সামসুল আরেফিনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস পার্শ্ববর্তী বাহাদুরশাহ পার্ক থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড়ে এসে শেষ হয়। পরে দুপুর নাগাদ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। মিছিলটি রায়সাহেব বাজার থেকে শুরু হয়ে নবাবপুর রোডে গিয়ে শেষ হয়।