ড্রেন নির্মাণের খোঁড়াখুঁড়িতে ধসে পড়লো জবি কর্মচারীদের ঘরের দেয়াল  

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ড্রেন নির্মাণের খোঁড়াখুঁড়িতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সীমানা প্রাচীর ও কর্মচারীদের আবাসস্থলের একাংশ ধসে পড়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত না হলেও বিপাকে পড়েছেন কর্মচারীরা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৬ জুন) বিকাল ৪টা নাগাদ পুরান ঢাকার শাঁখারিবাজার অংশে খোঁড়াখুঁড়ির সময় এ ঘটনা ঘটে। এদিকে দেয়াল ধসে পড়ায় জবি কর্মচারীদের ঘরে ড্রেনের পানি প্রবেশ করছে। তে মালামাল সরানো ও আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ভুক্তভোগী কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘কলাভবনের পাশে আমাদের স্টাফরা বসবাস করেন। আজ সিটি করপোরেশনের কাজের সময় সীমানা প্রাচীর ধসে যায়। তখন ৭টা ঘরের দেয়াল ধসে যায়। সেখানে অবস্থানকারীদের জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। কবে এটা সংস্কার হবে, ততদিন কর্মচারীরা কোথায় থাকবে, এ নিয়ে তারা ভোগান্তিতে পড়েছেন।’

এ বিষয়ে সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ প্যারিশ বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে আসতে বলা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।’

প্রকল্পের ঠিকাদার সোহেল মিয়া বলেন, ‘একটা দুর্ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, এক-দুইদিনের মধ্যে নতুন করে সীমানা প্রাচীরের দেওয়াল করে দেওয়া হবে।’

প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘সিটি করপোরেশনের সঙ্গে আমাদের কথা হয়েছে। আপাতত নিরাপত্তার স্বার্থে তারা টিনের বেড়া লাগিয়ে দেবে। প্রাচীরের বিষয়েও তাদের সঙ্গে কথা হয়েছে।’