২০২২-২৩ অর্থবছরে ঢাবির বাজেট অনুমোদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ অর্থবছরে সিনেটের বার্ষিক অধিবেশনে উপস্থাপনার জন্য ৯২২কোটি ৪৮লাখ টাকা বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বরাদ্দ ৭৮১ কোটি ৯৪ লক্ষ টাকা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ৮৩ কোটি টাকা। এই দুটো যোগ করার পর ঘাটতি থাকবে ৫৭ কোটি ৫৪ লক্ষ টাকা।

রবিবার (১২জুন) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত  সিন্ডিকেট মিটিংয়ে কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ প্রস্তাবিত বাজেট পেশ করার পর তা অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরে থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের ৯২২ কোটি ৪৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট সিন্ডিকেট সভায় পেশ করেন। সভায় এই বাজেট নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। পরে ওই বাজেট সিনেটের বার্ষিক অধিবেশনে উপস্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ১৬জুন (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশনে এ বাজেট উপস্থাপন করা হবে।