অবসরে জাবি অধ্যাপক আনু মুহাম্মদ

দীর্ঘ চল্লিশ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ। বৃহস্পতিবার (৩০ জুন) শিক্ষকতা জীবন থেকে অবসর গ্রহণ করেন তিনি। এর আগে বুধবার (২৯ জুন) ছিল তার শেষ কর্ম দিবস।

অধ্যাপক আনু মুহাম্মদ ১৯৮২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। তিনি শিক্ষকতার পাশাপাশি বিশ্বব্যাপী শোষণ, বৈষম্য, নিপীড়ন ও আধিপত্য বিরোধী তত্ত্বচর্চ‍া ও লড়াইয়ে সক্রিয় অংশ নিয়েছেন। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে জনগণের মালিকানা প্রতিষ্ঠার আন্দোলনসহ যে কোনও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন তিনি। এছাড়া যেকোনও যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলেন তিনি। শিক্ষকতা জীবনে রাষ্ট্র, সমাজ জীবন নিয়ে লিখেছেন ছোট বড় ৩৩টি বই।

পুরো নাম আনু মুহাম্মদ আনিসুর রহমান হলেও জাবির অর্থনীতি বিভাগের এই অধ্যাপক আনু মুহাম্মদ নামেই অধিক পরিচিত। তিনি ১৯৫৬ সালের ২২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।