নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীকে বহিষ্কার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার নার্গিস আক্তার হেলালী স্বাক্ষরিত এক অফিস আদেশে এমন তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের একজন, আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের একজন, পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তিন জন এবং পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একজন। এর মধ্যে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীকে এক বছর এবং বাকিদের ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা বোর্ডের সদস্য অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ওই ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।’