ভর্তি পরীক্ষায় দশম হওয়া শিক্ষার্থীর পরীক্ষা দিলেন আরেকজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক ছাত্রকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) আইন বিভাগে ভর্তি হতে এলে তাকে আটক করা হয়।

তার নাম মো. মিনহাজুল আবেদীন আল-আমীন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষায় সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে দশম স্থান অর্জন করেছেন।

মিনহাজুল ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার গৌরীপুর এলাকার আব্দুল লতিফের ছেলে। ময়মনসিংহ সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ফুলবাড়িয়ার আল হেরা অ্যাকাডেমি থেকে এসএসসি পাস করেছেন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার জিজ্ঞাসাবাদে ভর্তি পরীক্ষায় জালিয়াতির বিষয়টি স্বীকার করে মিনহাজুল বলেন, ‘ভর্তি পরীক্ষায় সময় তার স্থলে অন্য একজন পরীক্ষা দিয়েছিল। তিন লাখ টাকার বিনিময়ে আরেকজন পরীক্ষা দিয়েছে।’

তার জায়গায় কে ভর্তি পরীক্ষা দিয়েছে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে দাবি করেন, ‘যে পরীক্ষা দিয়েছে তাকে আমি চিনি না। এক রিলেটিভ তার সঙ্গে যোগাযোগ করেছিল।’

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, ‘সমাজবিজ্ঞান অনুষদে ভর্তি হতে আসা একজনকে সন্দেহ হলে আটক করা হয়। সেখানে উপস্থিত হয়ে দেখি, পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে অভিযুক্তের হাতের লেখা মিলছে না। পরে আইন অনুষদের ডিনের নির্দেশে আমরা তাকে নিরাপত্তা শাখায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করি। প্রাথমিকভাবে অস্বীকার করলে, আমরা তার মোবাইল ফোন তল্লাশি করে জালিয়াতির বিষয়ে  সত্যতা পাই। তার হোয়াটসঅ্যাপে পাওয়া বিভিন্ন ছবি ও পরীক্ষা দেওয়া ব্যক্তির সঙ্গে কথপোকথনের মাধ্যমে আমরা বিষয়টি নিশ্চিত হই।’

অভিযুক্তকে প্রশাসনের অনুমতি সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত পরীক্ষা আইনের মাধ্যমে মামলা সহকারে আশুলিয়া থানায় সোপর্দ করা হবে বলে জানান।

এ বিষয়ে আইন অনুষদের ডিন তাপস কুমার দাস বলেন, ‘বিভাগে ভর্তি হতে এলে চেয়ারম্যানের সিগনেচার নিতে হয়। সে সময় আমরা দ্বিতীয়বার সবার হাতের লেখা যাচাই করি। এ সময়ে তার হাতের লেখায় মিল না থাকায় সন্দেহ হয়। পরে তাকে নিরাপত্তা শাখায় হস্তান্তর করি।’