শিবির সন্দেহে আটক

জবির ১০ শিক্ষার্থী বসতে পারবেন পরীক্ষায়

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১১ শিক্ষার্থীর মধ্যে ১০ শিক্ষার্থীর ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণে কোনও বাঁধা থাকছে না। আদালত থেকে জামিন পাওয়ার পর শিক্ষার্থীদের আবেদনের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। 

জবি প্রক্টর বলেন, জামিন পাওয়ার পর ১১ জনের মধ্যে ১০ শিক্ষার্থী স্বাভাবিক অ্যাকাডেমিক কাজে অংশ নেওয়ার আবেদন করেন। পরে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একজন আবেদন করেননি, তাই তার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২৪ মার্চ মধ্যরাতে ধূপখোলা এলাকার একটি মেস থেকে অভিযান চালিয়ে শিবির সন্দেহে ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জবির ১১ শিক্ষার্থীকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ সদস্যরা। পরে ৪ এপ্রিল দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করাসহ আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগে ওই শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।