পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে জবির ১২ শিক্ষার্থীকে শাস্তি 

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগের ১২ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। শাস্তি হিসেবে তাদের সেমিস্টার ও সংশ্লিষ্ট কোর্স থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮৭তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভিন্ন বিভাগে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য অভিযুক্ত শিক্ষার্থীদের তালিকা শৃঙ্খলা কমিটির সুপারিশক্রমে সিন্ডিকেট সভায় গৃহীত হয়। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ১২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। একজন শিক্ষার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে।’