জাবির পদার্থ বিজ্ঞানের সুবর্ণজয়ন্তী ৪ নভেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পদার্থ বিজ্ঞান বিভাগে এক সংবাদ সম্মেলনে সুবর্ণজয়ন্তী আয়োজক কমিটির সদস্যরা এ তথ্য জানান। আগামী ২ নভেম্বর কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন শুরু হবে বলে জানান তারা। 

এ সময় পদার্থ বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সচিব ও বিশ্ববিদ্যালয়ের ২৬ ব্যাচের শিক্ষার্থী আজাদ আল মামুন বলেন, ‘সুবর্ণজয়ন্তী পালনের মাধ্যমে আমরা বিভাগের গবেষণা ও অর্জনগুলো সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে চাই। এর মাধ্যমে আমরা সবাই আবার মিলিত হবো। এছাড়া নতুনরা এর মাধ্যমে একটি ক্যারিয়ার গাইডলাইন পাবে। আমরা একটি ফান্ড গঠন করবো। এতে অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তার সুযোগ তৈরি হবে।’  

সুবর্ণজয়ন্তীতে উইকেন্ড কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবেন বলে জানান বিভাগটির সভাপতি অধ্যাপক তাহমিনা ফেরদৌস।

এ সময় অধ্যাপক ফরিদ আহমদ বলেন, ‘বিভাগের ৫০ বছর পূর্তিতে আগামী ৪ নভেম্বর সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। প্রোগ্রামটি সাফল্যমণ্ডিত হোক সেই কামনা করছি। সবার সহযোগিতায় একটি সুন্দর প্রোগ্রাম উপহার দিতে চাই।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিভাগটির অধ্যাপক শারমীন সুলতানা, অধ্যাপক রুবীনা রহিমান, সহকারী অধ্যাপক তানভীর ইসলাম রাজীব, পদার্থ বিজ্ঞান ছাত্র সংসদের ভিপি মোস্তাফিজুর রহমান সনেট প্রমুখ।