জবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, রাখা হয়েছে নিখোঁজ ৩ নেতাকেও

দীর্ঘ ১৯ বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। নতুন কমিটিতে জায়গা পেয়েছেন ২৮৩ জন সদস্য। নিখোঁজ তিন নেতাকে রাখা হয়েছেন সহ-সভাপতি পদে।

শুক্রবার (২৮ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে রাখা হয়েছে শাখা ছাত্রদলের তিন কর্মী আসাদুজ্জামান রানা, মাজাহারুল ইসলাম রাসেল ও আল-আমিনকে। তারা বর্তমানে নিখোঁজ রয়েছেন। ঘোষিত কমিটির বিজ্ঞপ্তিতে এই তিন নেতার নামের পাশে ‘গুম’ উল্লেখ করা হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ‘২০০৩ সালে ৮১ সদস্যবিশিষ্ট কমিটি ছিল আমাদের শেষ পূর্ণাঙ্গ কমিটি। ১৯ বছর পর আবারও পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না হওয়া এবং বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ ব্যাচকেও কমিটিতে অন্তর্ভুক্ত করায় এবার ২৮৩ সদস্যের কমিটি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় হওয়ার পর এই প্রথম পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হলো।’

নিখোঁজ তিন জনকে কমিটিতে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা বিভিন্ন সময়ে গুমের শিকার হয়েছেন। যেহেতু তারা আমাদের পার্টির সদস্য, সেই জায়গা থেকে তাদের সম্মানজনক সহ-সভাপতি পদে রাখা হয়েছে।’

উল্লেখ্য, চলতি বছর ১ জুলাই আসাদুজ্জামান আসলামকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ছয় বছর পর জবি ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর তিন মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। নতুন কমিটিতে সহ-সভাপতি পদে ৫৫, যুগ্ম সাধারণ সম্পাদক ৬৭, সহ-সাধারণ সম্পাদক ৫৬ জন, সাংগঠনিক সম্পাদক এক, সহ-সাংগঠনিক সম্পাদক ৫৭, সম্পাদকীয় পদে ২৭ ও সদস্য পদে ১৮ জন স্থান পেয়েছেন।