জবিতে ভর্তি হতে প্রতি আসনের বিপরীতে ১৫ আবেদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪৩ হাজার ৫১১ শিক্ষার্থী। যা গড়ে জবির প্রতি আসনের বিপরীতে ১৫ জন। আগামী ৭ নভেম্বর আবেদনকারী শিক্ষার্থীদের প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হবে।

শনিবার (২৯ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ও গুচ্ছ ভর্তি কমিটির সদস্য সচিব প্রকৌশলী ড. মো. ওহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২৭ অক্টোবর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন ও ২৮ অক্টোবর আবেদন ফি জমা দেওয়ার সময় শেষ হয়। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জবির ২৭৬৫ আসনে ভর্তি হতে এ বছর ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ২৪ হাজার ৯০০, ‘বি’ ইউনিটে (মানবিক) ১০ হাজার ১৪ ও ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ছয় হাজার ২৪৮ আবেদন পড়েছে। এ ছাড়া ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ৭৯৫, চারুকলা বিভাগে ৯০৯, নাট্যকলা বিভাগে ৩৩৩ ও সঙ্গীতে ৩৫২ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। এ ছাড়াও বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন কোটায় আবেদন করেছেন।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২১-২২ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষ ভর্তির জন্য গুচ্ছ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদন শুরু হয়। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার ১০০ নম্বর, এসএসসি ও এইচএসসি থেকে ২০ নম্বরসহ মোট ১২০ নম্বরের ভিত্তিতে ইউনিট ভিত্তিক মেধা তালিকা করা হবে।