কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক সিটের বিপরীতে ৩১ আবেদন

গুচ্ছভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক (সম্মান) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করেছেন ৩২ হাজার ৮৭ জন শিক্ষার্থী। শনিবার (২৮ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে ভর্তির আবেদন ১৭ অক্টোবর শুরু হয়ে ২৭ অক্টোবর শেষ হয়। এ বছর (২০২১-২২ শিক্ষাবর্ষ) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদন করেন ১৮ হাজার ৬৩২ জন, সামাজিক বিজ্ঞান ও কলা এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেন সা হাজার ৯০৭ জন ও  ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আবেদন পড়েছে পাঁচ হাজার ৫৪৮ জন। 

বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে মোট এক হাজার ৪০টি আসন রয়েছে। এরমধ্যে ‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৩৫০টি, ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৪৫০টি এবং ‘সি’ ইউনিটে আসন সংখ্যা ২৪০টি।

এ বছর ‘এ’ ইউনিটের প্রতি আসনের লড়ছেন প্রায় ৫৩ জন, ‘বি’ ইউনিটে প্রায় ১৭ জন এবং ‘সি’ ইউনিটে লড়ছেন প্রায় ২৩ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মোট আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৩১ জন শিক্ষার্থী।