‘নেইমার-নেইমার’ স্লোগানে মুখরিত জাবি ক্যাম্পাস

কাতার বিশ্বকাপ ফুটবলের আমেজ ছড়িয়েছে দেশ থেকে দেশান্তরে। এই খেলাকে কেন্দ্র করে উচ্ছ্বাস-উত্তেজনার কমতি নেই সমর্থকদের মধ্যে। আর এই আমেজে বাড়তি আনন্দ যোগাচ্ছে বড় পর্দায় একসঙ্গে খেলা উপভোগ।

এরই মধ্যে নক আউট পর্বের খেলা শেষ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চারটি দল। আর আজ কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের খেলায় মাঠে নেমেছে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া।

এদিকে বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্বের ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়ার খেলা বড় পর্দায় উপভোগ করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে (জাকসু) ভীড় করছেন দর্শকরা। দর্শকদের ভীড়ে কানায় কানায় পূর্ণ জাকসু প্রাঙ্গণ। বাঁশির শব্দ ও 'ব্রাজিল ব্রাজিল', 'নেইমার-নেইমার' স্লোগানে মুখর এই প্রাঙ্গণ। এর মধ্যে ব্রাজিল সমর্থকদেরই বেশি লক্ষ্য করা যাচ্ছে। আনন্দ-উচ্ছ্বাসে মত্ত তারা। পাশাপাশি খেলা দেখছেন অন্যান্য দলের সমর্থকরাও।

নক আউট পর্বে নিজেদের প্রিয় দল ব্রাজিল জিতবে এমনটাই আশা করছেন সমর্থক আবু বকর সিদ্দিকী সজল। তিনি বলেন, ‘জয় আমরা নিশ্চিত ধরেই নিয়েছি। নেইমারের দলে ফেরা আমাদের যোগাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। নক আউট পর্বে বিজয়ী হওয়ার পাশাপাশি এবারের মিশন হেক্সা পূরণ হবে। ব্রাজিল টিমের যোগ্যতা আছে। আশা করছি এবারের বিশ্বকাপ ব্রাজিলেরই হবে।'