পরিবারের হাল ধরা হলো না জবি শিক্ষার্থী শিপনের

স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হবেন। পরিবারের হাল ধরে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করবেন। কিছুদিন আগেই শেষ হয়েছিলো স্নাতক শেষ সেমিস্টারের পরীক্ষা, অপেক্ষায় ছিলেন স্নাতকোত্তরের ক্লাস শুরুর। কিন্তু সব স্বপ্নই ফিকে করে চলে গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিপন বিশ্বাস।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোররাতে ঘুমের মধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। বিষয়টি বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাফিজুল ইসলাম। 

শিপন মাগুরার শালিখা উপজেলার চটকাবাড়িয়া গ্রামের সত্য বিশ্বাস ও পবিত্রা বিশ্বাস দম্পতির একমাত্র ছেলে।

শিপনের সহপাঠীরা জানান, শিপনের বাবা কৃষক। অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থী সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতক শেষ করে স্নাতকোত্তর করছিলেন। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল তার। বিসিএস ক্যাডার হয়ে পরিবারের হাল ধরার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন।

দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাফিজুল ইসলাম বলেন, ‌‘তার পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। শিপন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। অত্যন্ত বিনয়ী এবং বুদ্ধিদীপ্ত হওয়ায় সবার সাথেই সুসম্পর্ক ছিল তার। সে এভাবে সবাইকে ছেড়ে চলে যাবে তা মেনে নেওয়ার মতো নয়। তার অকাল প্রয়াণে আমরা সবাই শোকাহত। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।’