খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ, উপাচার্যকে স্মারকলিপি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ক্যান্টিনের খাবারের মানোন্নয়নসহ তিন দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে ক্যাম্পাসের বাদামতলায় তিন দফা দাবি নিয়ে সমবেত হন সাধারণ শিক্ষার্থীরা। এরপর উপাচার্য না থাকায় সিনিয়র সহকারী রেজিস্ট্রার আবু মুহাম্মদ মোকাম্মেলের কাছে স্বারকলিপি জমা দেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে হবে; স্ন্যাকস জাতীয় খাবারে (সিঙ্গারা, পেঁয়াজু, সমুচা, পুরি ইত্যাদি) পরিমাণ বাড়াতে হবে এবং ভারি খাবারের (ভাত, তারকারি, খিচুড়ি বা অন্য যেকোনও ভারি খাবার) দাম ৫০ টাকার বেশি হতে পারবে না। অর্থাৎ দামের সঙ্গে পরিমাণের সমন্বয় করতে হবে; ক্যান্টিনকে সম্পূর্ণরূপে শিক্ষার্থীদের জন্য ক্যাফেটেরিয়া হিসেবে ঘোষণা করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে।

ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যান্টিন চাই। নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের পরিবার থেকে উঠে আসা শিক্ষার্থীদের আয়ত্তের মধ্যে খাবারের দাম নির্ধারণ করতে হবে। শিগগিরই ক্যান্টিনকে ক্যাফেটেরিয়া হিসেবে ঘোষণা করতে হবে।’

সিনিয়র সহকারী রেজিস্ট্রার আবু মুহাম্মদ মোকাম্মেল জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ক্যান্টিন মালিকের সঙ্গে কথা বলে খাবারের মান এবং নতুন দাম নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব ছয় মাসের শর্ত মোতাবেক এবং আজকের নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে ক্যান্টিন কর্তৃপক্ষ নির্দেশ পালন না করলে মালিক পাল্টানো হবে।

এ বিষয়ে উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘জরুরি মিটিংয়ের জন্য ঢাকায় এসেছি। আমি শিক্ষার্থীদের স্মারকলিপির বিষয়ে জানি না। আগামী রবিবার অফিসে গিয়ে বিষয়টা দেখবো।’