নানা সেবা নিয়ে ভর্তি পরীক্ষার্থীদের পাশে ঢাবি ছাত্রলীগ

সদ্য সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষা দেশের নানা প্রান্ত থেকে আসা ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের সেবায় কাজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

গত ২৯ এপ্রিল চারুকলা অনুষদ ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা। শুরুর দিন থেকেই ঢাবি ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকতের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন মোড়ে বসে সেবা দিয়েছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের।

তাদের এসব সেবার মধ্যে ছিল, শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র খুঁজে পেতে তথ্য সহায়তা কেন্দ্র, কলম, ফাইলসহ ভর্তি পরীক্ষা উপযোগী শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ। সময়ের সল্পতার কারণে কারও পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে আশঙ্কা থাকলে পরিবহন-সুবিধা নিশ্চিতকরণে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ‘জয় বাংলা বাইক সার্ভিস’ কার্যক্রম। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা। ‘প্রাথমিক চিকিৎসা কেন্দ্র’ গঠনের মাধ্যমে তাৎক্ষণিক চিকিৎসাসেবা প্রদান।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, পরীক্ষা কেন্দ্রে নেওয়ার অনুপযোগী শিক্ষার্থীদের ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র রাখার ব্যবস্থা, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অভিভাবকদের বিশ্রামের সুবিধার্থে ‘অভিভাবক ছাউনি’র ব্যবস্থা করা হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকের ব্যবহারের জন্য মোবাইল টয়লেটের ব্যবস্থা।

এসব সেবা স্বস্তি দিয়েছে দূরদূরান্ত থেকে আসা ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, আমি সকালে গাজীপুর থেকে আমরা সন্তানকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারিনি। পরে একদল শিক্ষার্থী দেখলাম মোটরসাইকেল দিয়ে আমার ছেলেকে তার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছে। প্রথমে জানতাম না তারা কারা। পরে জানতে পারি তারা ছাত্রলীগের কর্মী। এত সুন্দর উদ্যোগ তাদের। এটি অব্যাহত থাকুক।